বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সাইদুর রহমান

  • আপলোড তারিখঃ ০৮-০৫-২০২৫ ইং
আন্দুলবাড়ীয়া কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সাইদুর রহমান ছবির ক্যাপশন: সাইদুর রহমান

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া কলেজের ছয় মাস মেয়াদী নিয়মিত গভর্নিং বডি (এডহক) কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জেলা ছাত্রদলের সহসভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান বাবু। নবনির্বাচিত (এডহক) কমিটির অনুমোদন প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। কলেজ পরিদর্শক এস.এম. তৌহিদুজ্জামান স্বাক্ষরিত একটি অনুমোদনপত্র পত্রে গতকাল বুধবার কলেজে পৌঁছায়। সাইদুর রহমান বাবু আন্দুলবাড়ীয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের খাঁপাড়ার বাসিন্দা, শেখ তোফাজ্জল হোসেনের কনিষ্ঠ পুত্র। তাঁর এই নির্বাচনে কলেজ কর্তৃপক্ষ আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে।

এছাড়াও সাইদুর রহমান বাবু বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ, জেলা বিএনপির সভাপতি, বিজিএমইএ’র প্যানেল লিডার, ঢাকাস্থ রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও শিল্পপতি মাহমুদ হাসান খান বাবু, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন, ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আজিম খানসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।



কমেন্ট বক্স