বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় সড়ক পরিচ্ছন্নতায় ইউএনও’র অভিযান

  • আপলোড তারিখঃ ০৭-০৫-২০২৫ ইং
দামুড়হুদায় সড়ক পরিচ্ছন্নতায় ইউএনও’র অভিযান ছবির ক্যাপশন: ইউএনও’র অভিযান


দামুড়হুদা সদর ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লার গ্রামীণ সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালিত হয়। ইউএনও তিথি মিত্র চিৎলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের সড়কে পানি ফেলে রাখায় বিদ্যালয়ে অধ্যয়নরত শিশুদের চলাচলে বিঘ্ন ঘটায় বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেন। তিনি এসময় সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি যেন না হয়, সে বিষয়ে সতর্ক করে দেন।

অভিযান চলাকালে তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, গ্রামীণ সড়কের পাশে বা ওপর ময়লা-আবর্জনা ফেলে দুর্গন্ধময় পরিবেশ সৃষ্টি করা যাবে না। রাস্তার ওপর ফসলের স্তূপ রাখা যাবে না, রাস্তার পাশে গোবর সার রাখার জন্য গর্ত খোড়া যাবে না, রাস্তার পাশে থাকা গোয়ালঘর থেকে গরুর মলমূত্র রাস্তায় ফেলা যাবে না এবং রাস্তার দুই ধারে মাটি ফেলে পানি চলাচলে বাধা সৃষ্টি করে জনসাধারণের চলাচলে অসুবিধা সৃষ্টি করা যাবে না।

তিনি আরও জানান, এসব বিষয়ে প্রাথমিকভাবে সতর্ক করা হচ্ছে, তবে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন সিএ আশরাফুল ইসলামসহ ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ।



কমেন্ট বক্স
notebook

ভারতে ২৪২ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত