মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) গত ২১ ও ২২ এপ্রিল ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করেছে। এছাড়া ১১ জন বাংলাদেশি নাগরিককে ধুর আটক করেছে। জানা গেছে, গত সোমবার রাতে নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-৭৫/৩-এস থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামে হাবিলদার মো. জামাল উদ্দিন শেখের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে ৩০ বোতল ভারতীয় মদ এবং ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে কোনো আসামি আটক হয়নি। একই রাতে নবদূর্গাপুর গ্রামের একটি আমবাগানে হাবিলদার মো. শাহীন মোল্লার নেতৃত্বে পরিচালিত অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অভিযানে কেউ আটক হয়নি। এছাড়া গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা মাধবখালী গ্রামের একটি আমবাগানে সুবেদার মো. আতিয়ার রহমানের নেতৃত্বে অভিযানে ১৭৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে একই রাতে পিপুলবাড়িয়া গ্রামের কাঁচা রাস্তার ওপর থেকে ৬ জন বাংলাদেশি নাগরিক ধুরকে আটক করা হয় (পুরুষ-৩, নারী-২, শিশু-১)।
তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া গতকাল মঙ্গলবার কুসুমপুর বিওপির আওতাধীন চাপাতলা গ্রামের পাকা রাস্তার উপর থেকে ৩ জন বাংলাদেশি নাগরিক ধুরকে আটক করা হয় (পুরুষ-১, নারী-১, শিশু-১)। তাদেরও মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। একই দিন বেলা ৩টায় বাঘাডাঙ্গা বিওপির মেইন পিলার-৬০/৩০-আর এলাকা থেকে প্রায় ১ কিলোমিটার অভ্যন্তরে কাঞ্চনপুর গ্রামের ব্রিজের উপর থেকে ২ জন ধুরকে আটক করা হয়। আটকৃতদের মহেশপুর থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।