আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়নের খাসবাগুন্দা গ্রামের রুনুর বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে হয়রানির চেষ্টার অভিযোগ উঠেছে পারলক্ষ্মীপুর গ্রামের ওল্টু নামের এক ব্যক্তির বিরুদ্ধে। খাসবাগুন্দা গ্রামের রুনু সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ করে বলেন, তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছে পারলক্ষ্মীপুর গ্রামের ওল্টু। এর কোনো সত্যতা নেই। তিনি একজন প্রকৃত কৃষক। কৃষি কাজসহ আম, লিচুবাগান বানিয়ে এবং নিজের পুকুরসহ নিজের বাড়িতে গরুর ফার্ম করে সুনামের সাথে ব্যবসা করে আসছেন। তার এই সাফল্যে পারলক্ষ্মীপুর গ্রামের কিছু মানুষ ঈর্ষান্বিত হয়ে মানুষের কাছ থেকে টাকা আত্মসাতের গল্প বানিয়ে তার সুনাম ক্ষুণ্ন করছে।
তিনি আরও অভিযোগ করে বলেন, ‘আমি কখনও বিদেশ যায় নাই। ভবিষ্যতেও যাওয়ার কোনো পরিকল্পনা নাই। আমার কোনো পুত্রসন্তান নাই এবং আপন ভাইও নাই এবং কোনো লোকের টাকা-পয়সা আত্মসাৎ করেনি। তাছাড়া রুনু অতীতে বা ভবিষ্যতে পুলিশ প্রশাসনের নাম ব্যবহার করে কোনো মানুষকে প্রতারিত করেনি।’ তিনি জাকের পার্টির বাস্তুহারা ফ্রন্টের চুয়াডাঙ্গা জেলার সভাপতির দায়িত্ব পালন করে আসছে। কিন্তু তার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা হওয়ার মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।