দামুড়হুদা থেকে ৩ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ২০০ টাকা মূল্যের ৩০টি স্বর্ণের বার ও টুকরাসহ মো. আফসার আলী (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে দামুড়হুদা উপজেলার সুলতানপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই স্বর্ণের বারগুলোসহ তাকে আটক করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। গতকাল সন্ধ্যা সাতটার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৬ বিজিবি।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, স্বর্ণের একটি চালান সুলতানপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের বিশেষ টহল দল ছয়ঘরিয়া প্রাইমারি স্কুল সংলগ্ন পাকা রাস্তার পাশে অবস্থান নেয়। বিকেল চারটার দিকে বিজিবি টহল দল সন্দেহভাজন একজন ব্যক্তিকে মোটরসাইকেলযোগে ওই এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখলে তাকে আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজিবি সশস্ত্র টহল দল আটককৃত ব্যক্তির কোমরে পরিহিত একটি লাল কাপড়ের বেল্টের মধ্যে থেকে ছোট-বড় ১৬টি স্বর্ণের বার এবং ১৪টি স্বর্ণের ছোট টুকরা জব্দ করে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক ওজন ৩ কেজি ৬ গ্রাম। এর বর্তমান বাজার মূল্য ৩ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ২০০ টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক যুবকের নাম মো. আফসার আলী (২৮)। তিনি দামুড়হুদা উপজেলা ঝাঝাডাংগা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। আর জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।