ঝিনাইদহের মহেশপুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মহেশপুর প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দলীয় নেতা-কর্মী ও অঙ্গসংগঠনের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।
বিশেষ অতিথির বক্তক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসিক ইকবাল মাখন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মৌ চৌধুরী, মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক নারগিস সুলতানা দিপা, কৃষক দল সভাপতি এম এ আজিজ প্রমুখ।