আলমডাঙ্গা রাজধানী ক্যাফে এন্ড চাইনিজ রেস্টুরেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার আলমডাঙ্গা কলেজ রোর্ডে রাজধানী ক্যাফে এন্ড চাইনিজ রেস্তোরাঁর উদ্বোধন উপলক্ষে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতার শেষে দোয়া পরিচালনা করেন দারুস ছালাম মসজিদের পেশ ইমাম আকরাম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, আলমডাঙ্গা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুল করিম চঞ্চল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমদাদ হোসেন, সরকারি কলেজের প্রভাষক শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, রাজিউজ্জামান রাজ,অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক বসিরুল আলম, কোষাধ্যক্ষ আতিক বিশ্বাস, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তরিকুল ইসলাম, প্রেসক্লাবের প্রচার সম্পাদক জাফর জুয়েল, রেস্টুরেন্টের মালিক লিংকন প্রমুখ।