আগামী ২৮ ফেব্রুয়ারি জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দলের ঘোষণা আসছে। এ উপলক্ষ্যে জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে বেলা ৩টায় বড় জমায়েত অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাজধানীর বাংলামোটর রূপায়ন টাওয়ারে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জানান, ছাত্রদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে সারা দেশের মানুষের যে অপেক্ষা, আগামী ২৮ ফেব্রুয়ারি তার অবসান হচ্ছে। তিনি বলেন, ২৮ ফেব্রুয়ারি যে দলটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে সে দলে বাংলাদেশের প্রচলিত অন্যান্য রাজনৈতিক দলের মতো ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ এবং দলীয় স্বার্থের বাইরে একমাত্র দেশের স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে।
সারজিস বলেন, আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই আন্দোলনে শহিদদের পরিবার, আহত ব্যক্তিরা, বিভিন্ন সময়ে নানা কারণে যারা নির্যাতনের শিকার হয়েছেন, প্রবাসীদের প্রতিনিধি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ ধর্ম ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে বাংলাদেশের সকল জাতীগোষ্ঠীর প্রতিনিধি উপস্থিত থাকবেন। আগামী ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশে একটা নতুন দিগন্ত উন্মোচন হতে যাচ্ছে। সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, দল গঠনের প্রক্রিয়া হিসেবে গত এক মাসে আমরা সারা দেশে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন পরিচালনা করেছি। এই ক্যাম্পেইনে সকল শ্রেণি-পেশার ২ লাখেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছেন। এই মানুষেরা ক্যাম্পেইনে আমাদের জানিয়েছেন, দেশ গঠন করতে হলে এমন একটা রাজনৈতিক দলের প্রয়োজন যারা দুর্নীতিমুক্ত ও পরিবারতন্ত্রের বাইরে এসে দেশ গঠনে কাজ করে যাবে। মানুষ বিশ্বাস করে তাদের এসব পরামর্শ নতুন প্রজন্ম বাস্তবায়ন করতে পারবে। নবগঠিত দলের কাঠামো ও নেতৃত্ব সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আখতার জানান, এখন পর্যন্ত আমাদের দলের নাম চূড়ান্ত হয়নি। সারা দেশের মানুষ যেসব প্রস্তাব দিয়েছেন, তার ভিত্তিতে ৩০টির মতো নাম আমরা বিবেচনায় নিয়েছি। ২৮ তারিখে আমরা আহ্বায়ক কমিটির মধ্য দিয়ে আত্মপ্রকাশ করব। সেদিনই দলের নাম, কাঠামো এবং নেতৃবৃন্দের নাম আমরা জানাতে পারব। তিনি আরো বলেন, নবগঠিত দলের গঠনতন্ত্র অনুযায়ী অভ্যন্তরীণ ভোটের মাধ্যমে দলীয় ঐকমত্যের ভিত্তিতে নেতৃত্ব চূড়ান্ত করা হয়েছে। সামনের দিনেও সদস্যদের সরাসরি ভোটেই এ দলটির নেতা নির্বাচন করা হবে। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল এবং মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ।