বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার কুনিয়া গ্রামে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রি

  • আপলোড তারিখঃ ২৫-০২-২০২৫ ইং
দামুড়হুদার কুনিয়া গ্রামে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রি

দামুড়হুদায় ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে নওশাদ নামের এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ৯টি ট্রাক্টর ও একটি ভেকু জব্দ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করেন। নওশাদ আলী কুঁনিয়া গ্রামের মৃত হাসান মন্ডলের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, গত রোববার দিবাগত রাতে ৯টি ট্রাক্টর ও একটি ভেকু মেশিন ভিড়িয়ে উপজেলার নাটুদহ ইউনিয়নের কুঁনিয়া গ্রামের নিমিখালি মাঠে ভৈরব নদের কিনারায় মাটি কাটা হচ্ছিল। এসময় স্থানীয় জনগণ ওই ট্রাক্টর ও ভেকু মেশিন আটক করে। পরে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান ঘটনাস্থলে আসেন।

তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভূমি আইনের ২০১০/২০২৩ সালের মাটি ও বালু মহল আইনের ৭ এর ক ধারায় দোষী সাব্যস্ত করে মাটি ব্যবসায়ী নওশাদ আলীকে ৩ লাখ টাকা জরিমানা করেন। সেই সাথে ৯টি মাটি বহনকারী ট্রাক্টর ও মাটি কাটার ভেকু মেশিন জব্দ করার নির্দেশ দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি চৌকস দল।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান বলেন, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে এই জরিমানা করা হয়েছে। কৃষিজমির মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে এই অভিযান অব্যহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

ভারতে ২৪২ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত