চুয়াডাঙ্গা সদর উপজেলা সরোজগঞ্জ বাজারে শ্রমক সংগঠন ছুটির দাবিতে ধর্মঘট পালন করেছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত এ আন্দোলন করেন শ্রমিক সংগঠনের লোকজন। শ্রমিকদের দাবি, সপ্তাহে ১ দিন শনিবার ছুটি ঘোষণা করা হোক। সরোজগঞ্জে শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ মৃধার ডাকে এই আন্দোলন করা হয়।
এদিকে, সরোজগঞ্জে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আশাদুল স্টোরের কর্মচারীরা আন্দোলনে যোগদান না করায় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওঠে তাদের ওপর। এসময় পরিবেশ যাতে বেসামাল না হয় এজন্য চুয়াডাঙ্গা সদর থানার ওসি (অপারেশন) হোসেন আলী ও থানা-পুলিশ পরিবেশ শান্ত করেন। তারা শ্রমিকদের আশস্ত করেন। এসময় হোসেন আলী বলেন, আপনারা শান্ত হোন। আপনাদের দাবি পূরণের কাজ আমরা করবো। দোকান মালিকের সাথে কথা বলে, আলোচনা করেই সমাধান করা হবে।