বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ডিসির সাথে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ

  • আপলোড তারিখঃ ১৫-০১-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় ডিসির সাথে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সাথে ইসলামী ছাত্রশিবির জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা। এসময় জেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দে তাদের নববর্ষের প্রকাশনা সামগ্রী জেলা প্রশাসকের হাতে তুলে দেন।

সাক্ষাৎকালে ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহমেদ, সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, সাহিত্য সম্পাদক বায়েজিদ বোস্তামী, অর্থ সম্পাদক মোতালেব হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখার সভাপতি পারভেজ আলম এবং সাবেক সভাপতি আব্দুর রহিম উপস্থিত ছিলেন।

এসময় তারা শিবিরের বিভিন্ন কার্যক্রম এবং আগামী দিনে সংগঠনের পরিকল্পনা বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করেন। জেলা প্রশাসক তাদের নববর্ষের শুভেচ্ছা গ্রহণ করেন এবং ভবিষ্যতে আরও ভালো কাজের জন্য প্রত্যাশা ব্যক্ত করেন।



কমেন্ট বক্স
notebook

ভারতে ২৪২ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত