দর্শনায় এসএসসি-১৯৯৮ ও এইচএসসি-২০০০ ব্যাচের উদ্যোগে প্রয়াত বন্ধুদের রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মাগরিবের নামাজের পর দর্শনা দারুস সুন্নাত সিদ্দিকীয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আল-হেরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফি উদ্দীন মোল্লা।
উথলী ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ জিল্লুর রহমানের সঞ্চালনায় স্মরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট শারমিন সুলতানা মৌসুমি, ডালিম, ফারুক আহাম্মেদ, শাহজাহান আলী, আরিফুল ইসলাম মল্লিক, অ্যাডভোকেট আতিয়ার রহমান, হুমায়ুন কবীর, মনির হোসেন, আব্দুল ওহাব, সাংবাদিক রেজাউল করিম লিটন, জুয়েল প্রমুখ।
স্মরণ সভা শেষে মরহুম আহসান হাবীব লিয়ন, জনি শাহ, লিটন, আব্দুর রাজ্জাক, তানিয়া, রাসেল জাহিদসহ মৃত সকল বন্ধুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠানে প্রত্যেক মৃত বন্ধুর স্বজনদের উপস্থিতি ও তাদের স্মৃতিচারণ আবেগঘন পরিবেশের অবতারনা করে।