প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এনআরবি ওয়ার্ল্ড সামিট-২০২৪। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরাটন হোটেলে দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। চুয়াডাঙ্গার কৃতী সন্তান, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস অব চেম্বারের (বিডিচ্যাম) সভাপতি, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট আলহাজ্ব সাহিদুজ্জামান টরিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনআরবি ওয়ার্ল্ড-এর প্রধান উপদেষ্টা আজিজ আহমেদ, ইউকেবিসিসিআই-এর চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই, এনআরবি ওয়ার্ল্ড সাপোর্ট ফোরামের ভাইস চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, গ্লোবাল এনআরবি চেম্বারের সেক্রেটারি হেমি হোসেন এবং এনআরবি ওয়ার্ল্ডের ফাউন্ডার এনামুল হক এনাম।
অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, ‘গতবছরের তুলনায় আমাদের রেমিট্যান্স প্রায় ৩০ শতাংশ বেড়েছে। এ জন্য আমি সকল প্রবাসীকে ধন্যবাদ জানাই। আমাদের প্রাইভেট সেক্টর এবং সরাসরি বিদেশি বিনিয়োগ প্রয়োজন। এ জন্য প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা প্রয়োজন।’ তিনি বলেন, ‘ব্যবসায় আমাদের অনেক প্রতিবন্ধকতা রয়েছে। আমার ব্যবসার প্রতিবন্ধকতা কমানোর জন্য কাজ করছি। নতুন বাংলাদেশ হবে সেবাভিত্তিক। আমাদের নানা ধরনের সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করেছি। এসব সংস্কার কমিশনে এনআরবি পাহারাদার হিসেবে কাজ করবে।’
সভাপতির বক্তব্যে এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক বলেন, ‘এবারের এনআরবি সামিট দেশের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, বিনিয়োগ, ব্যাংকিং, কৃষি, ট্যুরিজম, আবাসন, রপ্তানি এবং কূটনৈতিক সমস্যা উত্তরণে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এই সামিটে দেশের নীতিনির্ধারকদের সাথে প্রবাসী ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের একটি মেলবন্ধন তৈরি হয়েছে, যা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে বলে আমার বিশ্বাস।’
এনআরবি ওয়ার্ল্ড ‘দেশ ও প্রবাসের সেতুবন্ধন’-এই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশি প্রফেশনালসদের সংগঠন। এনআরবি ওয়ার্ল্ড আয়োজিত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রথমবারের মতো এই আয়োজনে পৃথিবীর নানা দেশ থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নিয়েছেন। যাদের মধ্যে ছিলেন- উদ্যোক্তা, ব্যবসায়ী, রাজনীতিবিদ, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষাবিদ, প্রযুক্তিবিদসহ সকল শ্রেণি-পেশার প্রবাসী। পাশাপাশি এই আয়োজনে দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা এবং সরকারের নীতি নির্ধারকরাও অংশ নিয়েছেন।
দিনব্যাপী নানা আয়োজন এ সামিট অনুষ্ঠিত হয়। যার মধ্যে রয়েছে- বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অংশগ্রহণকে আরও বিস্তৃত এবং অর্থবহ করতে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, বিনিয়োগ, ব্যাংকিং, কৃষি, ট্যুরিজম, আবাসন, রপ্তানি, বিষয়ভিত্তিক সেমিনার। এছাড়া এবারের আয়োজন থেকে বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের প্রদান করা হয় গ্লোবাল এনআরবি অ্যাওয়ার্ড। এনআরবি ওয়ার্ল্ড সামিট-এর আয়োজক প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম গ্লোবাল এনআরবি ওয়ার্ল্ড এবং বিজনেস এশিয়া ম্যাগাজিন। আয়োজন সহযোগী হিসেবে ছিল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), গ্লোবাল এনআরবি চেম্বার ও বিজনেস আমেরিকা ম্যাগাজিন।
পরে এনআরবি ওয়ার্ল্ড সামিট-২০২৪ এ আবাসন খাত নিয়ে গুরুত্বপূর্ণ সেমিনারে অংশ নেন দেশ ও প্রবাসের বিশেষজ্ঞ ব্যক্তিত্বরা। আবাসন খাতের 'Real Estate, Investment & Banking: Building Dreams, Shaping Futures Through Strategic Investments' শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন (দুবাইত রিয়েল এ্যস্টেট অ্যান্ড প্রোপার্টি ম্যানেজেমেন্ট (Dubayt Real Estate & Property Management)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মমিনুল হক। এছাড়া সেমিনারে আলোচক হিসেবে অংশ নেন CricketPoint এর প্রতিষ্ঠাতা কাজী জামান, ফজিলা গ্রুপের প্রেসিডেন্ট এবং সিইও, রিপাবলিক অফ সুরিনামের প্রেসিডেন্টের উপদেষ্টা, ডিপ্লোমেসি ফর ওয়ার্ল্ড পিস (ডিডব্লিউপি) এর প্রেসিডেন্ট আবুল হোসেন,UKBCCI এর চেয়ারম্যান, ফাউন্ডার অ্যান্ড ফার্স্ট চেয়ারম্যান, এনআরবি ব্যাংক, চেয়ারম্যান, Seamark Group of Companies ইকবাল আহমেদ ওবিই, ডিবিএ, নতুনধরা এসেটস লিঃ এর চেয়ারম্যান এবং FBCCI Standing Committee on Land Developers এর কো চেয়ারম্যান ড. মোঃ শাদি-উজ-জামান এবং AA US Mortgage এর সিইও ও NRB Links এর প্রেসিডেন্ট মাহবুবুর রহমান ভূঁইয়া, এমবিএ।
এনআরবি ওয়ার্ল্ড সামিট-২০২৪ এ ট্যুরিজম নিয়ে গুরুত্বপূর্ণ সেমিনারে অংশ নেন দেশ ও প্রবাসের বিশেষজ্ঞ ব্যক্তিত্বরা। ট্যুরিজম খাত নিয়ে 'HERITAGE TOURISM FOR DIASPORA' শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খ্যাতিমান প্রবাসী বাংলাদেশী হাওয়াইতে বাংলাদেশ ও মরক্কোর অনরারি কনসাল জেনারেল এম জেএএন রুমি। এছাড়া সেমিনারে আলোচক হিসেবে অংশ নেন কক্সবাজার ডেভেলপমেন্ট অথরিটি’র চেয়ারম্যান এবং সেন্ট্রাল ফাউন্ডেশন ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (সিএফআইএসএস)-এর প্রতিষ্ঠাতা কমোডর মোহম্মদ নুরুল আবসার এনজিপি, এনডিসি, পিএসসি, বিএন (অবঃ), ছুটি রিসোর্ট, এফএন্ডএফ রিসোর্ট, সালতানাত ইন, অবকাশ গলফ রিসোর্ট লি.-এর চেয়ারম্যান ও কো-ফাউন্ডার মোস্তফা মাহমুদ আরিফী এবং বৃটিশ-বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাস্টিজ (বিবিসিসিআই) এবং ইউরোপিয়ান বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স এন্ড ইন্ড্রাস্টিজ (ইবিএফসিআই) এর পরিচালক আতাহির খান।
আইসিটি খাত নিয়ে 'ICT and INNOVATION' শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট প্রবাসী প্রযুক্তিবিদ, এলেক্স গ্রুপের চেয়ারম্যান এবং নিউ ইয়র্কের কমিউনিটি ইউনাইটেড ডেমোক্রেটিক ক্লাব-এর প্রেসিডেন্ট মিজান চৌধুরী। এছাড়া সেমিনারে আলোচক হিসেবে অংশ নেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর অধ্যাপক সেলিয়া শাহনাজ, পিএচডি, ইউকে-বাংলাদেশ ক্যাটালিস্ট অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসিআই)-এর প্রেসিডেন্ট ও রাজনগর বিজনেস গ্রুপ এবং মওলা ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ডা. এম জি মওলা মিয়া এবং NybSys Inc. এর প্রতিষ্ঠাতা, সিইও মোশতাক আহমেদ।
শিক্ষাখাতের 'EDUCATION & SKILL' শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দেশের শিক্ষাখাতের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব দ্য এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (এইউএপি) প্রেসিডেন্ট, গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্কের (জিইএন) বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খান। এছাড়া সেমিনারে সম্মানিত আলোচক হিসেবে অংশ নেন আমেরিকান ইনিস্টিটিউট অফ বাংলাদেশ-এর সাবেক সভাপতি অধ্যাপক ড. গোলাম এম মাতবর, বাংলাদেশ সরকারের এটুআই প্রকল্পের প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ মাহদি উজ জামান, প্রিয় ডটকমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাকারিয়া স্বপন, বিএসবি-ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার পিএমজেএফ, মেলবোর্ন মেট্রোপলিটন কলেজ এবং নেক্সজেন গ্লোবাল গ্রুপ ও গ্লোবাল ট্যালেন্ট কানেক্ট এর সিইও হেমি হোসেন।
বাংলাদেশি ডায়াসপোরা নিয়ে'BILLIONS FOR BANGLADESH- ENGAGED DIASPORA RESHAPING FUTURE OF BANGLADESH'' শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খ্যাতিমান প্রবাসী বাংলাদেশী ইভিআরকুল ইনক্ এবং ইউএসবিডি ভেঞ্চারস এলএলস- এর সিইও ও বিওডি, বিলিয়নস ফর বাংলাদেশ (বিআইবি) এর কো-ফাউন্ডার ও বিওডি আনিস এম রহমান। এছাড়া সেমিনারে আলোচক হিসেবে অংশ নেন ইমপেক্ট সল্যুশনস ইউএসএর’র সিইও এবং বিলিয়নস ফর বাংলাদেশ (বিআইবি) এর কো-ফাউন্ডার ও বিওডি জাসির কবির। বাংলাদেশ সরকারের এটুআই প্রকল্পের প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ মাহদি উজ জামান। এ আর বি ইন্টারন্যাশনাল-এর ফাউন্ডার এন্ড সিইও এবং বিলিয়নস ফর বাংলাদেশ (বিআইবি) এর কো-ফাউন্ডার ও বিওডি ডা. মোহাম্মদ গোলাম আল ফারুক এবং গ্রিন আর্থ ভেঞ্চারস ইন্দোনেশিয়া’র ফাউন্ডার এন্ড সিইও নাদিম আহমেদ চৌধুরী।
স্বাস্থ্যখাত নিয়ে 'DIGITAL HEALTH INNOVATION' শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং মডারেটর হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী খ্যাতিমান চিকিৎসক, ইউসিএফ কলেজ অফ মেডিসিন-এর ফ্যাকাল্টি ডা. এম আতিকুজ্জামান। এছাড়া সেমিনারে আলোচক হিসেবে অংশ নেন জাপান প্রবাসী বিশিষ্ট চিকিৎসক, জাপানের তোহতো কলেজ অফ হেলথ সায়েন্স এর ভিজিটিং প্রফেসর এবং GLOBAL NRB WORLD এর সম্মানিত উপদেষ্টা ডা. শেখ আলীমুজ্জামান, হাওয়াই তে বাংলাদেশ ও মরক্কোর অনরারি কনসাল জেনারেল এম জেএএন রুমি, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক ও সিএমইডি হেলথ এর প্রতিষ্ঠাতা প্রফেসর ডা. খন্দকার আব্দুল্লাহ আল মামুন এবং কামাল পাশা হোল্ডেংস-এর কনসালটেন্ট, এনডিআইএস এর বিহেভিয়র সাপোর্ট প্রাকটিশনার ও এ-বি স্ট্রিট লাইব্রেবির সভাপতি কামাল পাশা।