বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

২ কোটি টাকার ১৪টি সোনার বারসহ আটক ৩

  • আপলোড তারিখঃ ২৬-১২-২০২৪ ইং
২ কোটি টাকার ১৪টি সোনার বারসহ আটক ৩

চুয়াডাঙ্গায় ১ কেজি ৬৩০ গ্রাম (১৩৯.৭৫ ভরি) ওজনের ১৪টি সোনার বারসহ তিনজনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকা থেকে সোনাসহ তাদের আটক করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। গতকাল রাত ৭টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গার দর্শনা থানার শ্যামপুর গ্রামের মোমিন মিয়ার ছেলে জাকিরুল ইসলাম (২৮) ও রাজিবুল ইসলাম (২৫) এবং একই গ্রামের মুজিবর রহমানের ছেলে সোলায়মান হোসেন (২২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে সোনা চোরাচালান হবে মর্মে প্রাপ্ত বিশেষ তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমানের পরিকল্পনা এবং নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে রেলস্টেশন এলাকায় অবস্থান নেয়। বিকেল ৪টা ২০ মিনিটের দিকে বিজিবির টহল দল ট্রেন থেকে নামা সন্দেহভাজন সোনা চোরাকারবারিদের ঘোরাফেরা করতে দেখে তাদের গতিরোধ করে। পরবর্তীতে তারা পালানোর চেষ্টা করলে টহল দল তাদের ধাওয়া করে ৩ জন ব্যক্তিকে আটক করে।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের কাছে লুকায়িত স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় আনুমানিক ১ কেজি ৬৩০ গ্রাম (১৩৯.৭৫ ভরি) ওজনের ১৪টি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।
পরবর্তীতে বিজিবির সশস্ত্র টহল দল চোরাকারবারিদের হেফাজতে থাকা ৩টি মোবাইল ফোন জব্দ করে। এ ঘটনায় নায়েক মো. জিয়াউর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা এবং আটককৃত আসামিদের হস্তান্তর করেছে। আর সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



কমেন্ট বক্স