মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মেহেদী হাসানকে পিটিয়ে জখম

  • আপলোড তারিখঃ ১৮-১২-২০২৪ ইং
জীবননগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মেহেদী হাসানকে পিটিয়ে জখম

জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসানকে পিটিয়ে জখম করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জীবননগর পৌর শহরে এ ঘটনা ঘটে। মেহেদী হাসান জীবননগর পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের মো. আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মেহেদী হাসান মোটরসাইকেলে জীবননগর পৌর শহরের টাইগার চত্বরের সামনে পৌঁছালে কয়েকজন যুবক তার গাড়ি থামিয়ে তাকে বেধড়ক মারপিট করে। এতে তার মাথা ফেটে যায়। পরে হামলাকারীরা চলে যায়। এসময় স্থানীয় লোকজন মেহেদী হাসানকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর হাসাপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে জীবননগর হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. ওমর ফারুক বলেন, মেহেদী হাসানকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখান থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন। তিনি সম্পূর্ণ আশঙ্কামুক্ত।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, খবর পেয়ে থানা-পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হলে ঘটনার সত্যতা পায়। এসময় তার চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়। তবে তিনি এ ঘটনায় কোনো অভিযোগ করবে না বলে জানিয়েছেন। অভিযোগ পেলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।



কমেন্ট বক্স
notebook

পরীক্ষায় অনুপস্থিতদেরও উত্তীর্ণের অভিযোগ, সমালোচনার ঝড়