ঝিনাইদহে দুই স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে স্ট্রোকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের লাইব্রেরিয়ান আব্দুল জব্বার (৬০) মারা গেছেন। গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহ শহরের কলাবাগান পাড়ায় এ ঘটনা ঘটে। আব্দুল জব্বার শৈলকুপা উপজেলার হরিহরা গ্রামের আব্দুল জলিলের ছেলে।
প্রতিবেশীরা জানান, ছোট স্ত্রী সুরাইয়া পারভীন সাথীর বাড়িতে অবস্থান করার সময় বড় স্ত্রী রাবেয়া আক্তার বৃষ্টি সেখানে গিয়ে ঝগড়ায় লিপ্ত হন। দুই স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে জব্বার হঠাৎ পড়ে যান এবং অসুস্থ হয়ে পড়েন। তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে, ঘটনার বিষয়ে বড় স্ত্রী রাবেয়া অভিযোগ করেন, ছোট স্ত্রী সুরাইয়া শ্বাসরোধ করে তাঁর স্বামীকে হত্যা করেছেন। অন্যদিকে, ছোট স্ত্রী দাবি করেন, ঝগড়ার একপর্যায়ে তাঁর স্বামী পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং তিনি তাঁর মাথায় পানি ঢেলেছেল। কিন্তু হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশন) শামসুজ্জোহা জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুই স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।