বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর ধোপাখালীতে বৃদ্ধা মাকে মারপিটের অভিযোগ

  • আপলোড তারিখঃ ১৮-১২-২০২৪ ইং
জীবননগর ধোপাখালীতে বৃদ্ধা মাকে মারপিটের অভিযোগ

জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামে ছেলে, পুত্রবধূ ও পুতা ছেলের নির্যাতনের শিকার বৃদ্ধা রহিমা খাতুন (৭০)। এ নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে ভাই, ভাবী ও ভাইপোর হামলার শিকার হয়েছেন তিন বোন। তাদের মধ্যে সাহিদা খাতুনকে (৪০) রক্তাক্ত জখম করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দুই দফায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী পশ্চিমপাড়ার মৃত রইস উদ্দিনের মেয়ে সাহিদা খাতুন বলেন, ‘আমার বৃদ্ধ মা রহিমা খাতুনকে নানা অজুহাতে আমার ভাই ইকবাল হোসেন (৪৫), তার স্ত্রী আরজিনা খাতুন ও ছেলে নীরব হোসেন প্রায়ই নির্মম অত্যাচার নির্যাতন করে আসছেন। আমরা তাদের বারবার নিষেধ করেছি, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। তারা একইভাবে মঙ্গলবার বেলা ১১টার দিকে আমার মাকে মারধর করেন। এ ঘটনা শুনে আমি আর বোন রাশিদা খাতুন ও ফরিদা খাতুন একই দিন বিকেল সাড়ে চারটার দিকে তাদের বাড়িতে যাই এবং ঘটনার ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রতিবাদ করি। এতে আমার ভাই ইকবাল হোসেন, তার ছেলে নিরব ও স্ত্রী আরজিনা আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে মারধর করেন। নিরব হোসেন আমার মাথায় একটি হাসুয়া দিয়ে কোপ দিয়ে রক্তাক্ত জখম করেন। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করেছি।’

এ ব্যাপারে মনোহরপুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য তৌফিকুর রহমান টিটো বলেন, ‘ঘটনার সময় আমি গ্রামে ছিলাম না, তবে শুনেছি। বিষয়টি খুবই দুঃখজনক। ছেলে, বউ, পুতা ছেলে বৃদ্ধা মা, শাশুড়ী ও দাদীকে মারপিট করবে এটা মেনে নেওয়া যায় না। থানায় অভিযোগ দিয়েছেন, এখন পুলিশ কি করে দেখা যাক।’
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে পুলিশি কার্যক্রম শুরু করা হয়েছে। তদন্ত করে চূড়ান্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

ভারতে ২৪২ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত