ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জমিজমা নিয়ে বিরোধে ধাক্কাধাক্কির একপর্যায়ে রাহাজ উদ্দিন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সিঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাহাজ উদ্দিন ওই গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিবেশী স্বপনের সঙ্গে দীর্ঘদিন ধরে এক শতকের কম একটি জমি নিয়ে বিরোধ চলছিল রাহাজ উদ্দিনের। গতকাল সকালে সিঙ্গা বাজারে তাঁদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে স্বপন রাহাজ উদ্দিনকে কিলঘুষি মারেন। এসময় রাহাজ মাটিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।
হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ রউফ খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধাক্কাধাক্কির একপর্যায়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাহাজ উদ্দিন মারা গেছেন। তবে সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এদিকে, এ ঘটনায় গতকালই নিহতের ছেলে পলাশ হোসেন বাদি হয়ে স্বপনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।