চুয়াডাঙ্গার ডিহি কৃষ্ণপুরে পানিতে ডুবে আলিফ নামের ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদরের নেহালপুর ইউনিয়নের ডিহি কৃষ্ণপুর গাবতলা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আলিফ গাবতলা পাড়ার হাসানের ছেলে। জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে শিশু আলিফ খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।