আলমডাঙ্গায় মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জামজামি বাজারে ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা আশার এই মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বিভাগীয় কর্মকর্তা মো. মনজেল আলী। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র বিএম মো. ইমদাদুল হক, এবি মো. আব্বাস উদ্দীন, সিনিয়র লোন অফিসার মো. মনিরুল ইসলাম, লোন অফিসার মো. রকিবুল ইসলাম, মো. সেলিম উদ্দীন, মো. আনোয়ার হোসেন, হেলথ সেন্টার ইনচার্জ মো. সাব্বির আহমেদ, স্বাস্থ্য সহকারী মোসা. ডালিমা খাতুন, ফারহানা ইয়াসমিন, কমলী খাতুন ও মর্জিনা খাতুন। দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিনা মূল্যে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি, ফ্রি ডায়াবেটিস পরীক্ষা এবং ৫-১৬ বছর বয়সী কিশোর-কিশোরীদের বিনা মূল্যে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়।