বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনী উপজেলা যুবদলের আহ্বায়ক চপল বিশ্বাস আর নেই

  • আপলোড তারিখঃ ০৫-১২-২০২৪ ইং
গাংনী উপজেলা যুবদলের আহ্বায়ক চপল বিশ্বাস আর নেই

মেহেরপুরের গাংনী উপজেলা যুবদলের আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মালেক হোসেন চপল বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার রাত ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৫ বছর। চপল বিশ্বাস গাংনী উপজেলার বামন্দী বাজারের মৃত আব্দুল বারীর ছেলে। তিনি এলাকার একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা ও বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাত ৮টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। মৃত্যুকালে চপল বিশ্বাস স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, ভাই-বোন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বামন্দী কেন্দ্রীয় গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে বলে পারিবারের পক্ষ থেকে জানা গেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নামাজে জানাজার সময় নির্ধারণ করা হয়নি।

এদিকে, চপল বিশ্বাসের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় মহল থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



কমেন্ট বক্স
notebook

বিপজ্জনক আগামী ২৪ ঘণ্টা