বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্মচারী বিদ্যুৎকে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন; মামলা

  • আপলোড তারিখঃ ০৫-১২-২০২৪ ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্মচারী বিদ্যুৎকে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন; মামলা

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্মচারী ও সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেন বিদ্যুৎকে (২৮) কুপিয়ে জখম করার প্রতিবাদে হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকার বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাবনবন্ধনে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বিদ্যুতের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মানববন্ধনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালট্যান্ট ডা. এহসানুল হক তন্ময় বলেন, ‘বিদ্যুৎকে ধারালো অস্ত্র দিয়ে এমনভাবে এলোপাতাড়ি আঘাত করা হয়েছে, তাতে হামলাকারীদের উদ্দেশ্য স্পষ্ট হয়েছে। তার অবস্থা এতটাই শঙ্কটাপন্ন ছিল যে দ্রুত সময়ের মধ্যে সঠিক চিকিৎসা না পেলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুও ঘটতে পারতো। জরুরি ভিত্তিতে রক্ত সরবরাহসহ প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখনও তার অবস্থা সম্পূর্ণ শঙ্কামুক্ত নয়। এবং তার দুই হাতের কার্যক্ষমতা সম্পূর্ণরুপে পূর্বের ন্যায় ফিরে আসবে কি না চিকিৎসারা তা নিশ্চিত করেও বলতে পারছেন না। আমরা এই ধরনের ন্যাক্কারজনক হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
ডা. এহসানুল হক তন্ময় বলেন, ‘আমি চিকিৎসকসহ হাসপাতালের সকল কর্তকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছি। যদি আমাদের ওপর এমন জান নেয়া হামলার ঘটনা ঘটে, তাহলে আমরা কাজের মাধ্যমে মানুষের সঠিক সেবা দিতে বাধাগ্রস্ত হবো। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এই হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।’ এসময় তিনি পুলিশ ও প্রশাসনের প্রতি সকল চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

``


মানববন্ধনে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস। তিনি বলেন, ‘এই হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, এটি চিকিৎসা সেবার পরিবেশ ও নিরাপত্তার ওপর আঘাত। আমরা সকলেই নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।’
এছাড়াও বক্তব্য দেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. রকিব সাদী, শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুর রহমান মালিক খোকন। এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র কনসালটেন্ট (অর্থসার্জারি) ডা. আব্দুর রহমান, জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) ডা. নুরুন্নাহার খানম, জুনিয়র কনসালটেন্ট (অর্থ ও ট্রমাটিক) ডা. মিলনুরজ্জামান জোয়ার্দ্দার, প্যাথলজিস্ট ডা. শিরীন জেবীন সুমি, ডা. নাজমুল সাকিব, ডা. আফজালুর রশিদ, এমও (আয়ুরর্বেদিক) ডা. হুমায়ন কবির, নার্সিং সুপারভাইজার, সিনিয়ন স্টাফ নার্সসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
থানায় মামলা:
এদিকে, গত মঙ্গলবার দিবাগত রাতে বিদ্যুতের বড় ভাই মাহাবুল হাসান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। মামলার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যহত রয়েছে।’



কমেন্ট বক্স
notebook

ভারতে ২৪২ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত