শৈলকুপা থেকে ৬২০ গ্রাম গাঁজাসহ ব্যবসায়ীকে আটক করেছে র্যাব
- আপলোড তারিখঃ ২৬-০৯-২০১৭ ইং
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া থেকে ৬শ’ ২০ গ্রাম গাঁজাসহ জামিরুল নামের এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য বিক্রির নগদ ১ হাজার ২৫ টাকা উদ্ধার করা হয়। গতকাল সোমবার দুপুর ২টার দিকে শেখপাড়া বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত জামিরুল ইসলাম (৪৫) কুষ্টিয়া জেলার ইবি থানার লক্ষীপুর গ্রামের খলিল মন্ডলের ছেলে।
র্যাব জানায়, গতকাল পৌনে ২টার দিকে কোম্পানী কমান্ডার মেজর মো. মনির আহমদে ও স্কোয়াড কমান্ডার এএসপি গোলাম মোর্শেদের নেতৃত্বে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের আভিযানিক দল নিয়মিত টহল করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন শেখপাড়া বাজার এলাকায় অভিযান চালায়। এসময় আবুল হোসেনের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদকব্যবসায়ী জামিরুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬২০ গ্রাম গাঁজা এবং মাদকদ্রব্য বিক্রির ১ হাজার ২৫ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামীকে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়েছে।
কমেন্ট বক্স