মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পরিদর্শন করলেন পৌর মেয়র জিপু

  • আপলোড তারিখঃ ২৬-০৯-২০১৭ ইং
পরিদর্শন করলেন পৌর মেয়র জিপু
চুয়াডাঙ্গা প্রত্যয় মাদকাসক্তি নিরাময় ও পূর্নবাসন কেন্দ্র নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জাফরপুরে চুয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পের সামনে অবস্থিত প্রত্যয় মাদকাসক্তি নিরাময় ও পূনর্বাসন কেন্দ্র আকস্মিক পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। গতকাল বেলা ১২টায় তিনি চুয়াডাঙ্গা-৬ বিজিবি কতৃক মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান শেষে ফেরার পথে প্রত্যয় মাদকাসক্তি পূর্নবাসন কেন্দ্র দেখে কিছু জানার ইচ্ছে নিয়ে গাড়ী থামিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। পৌর মেয়রসহ সতীর্থরা প্রত্যয়ের অফিস ও কেন্দ্র ঘুরে দেখেন এবং কেন্দ্র পরিদর্শনের সময় ওখানে থাকা সমস্ত রোগীদের সাথে কথা বলেন। এ সময় পৌর মেয়র জিপু চৌধুরী জেলার একমাত্র মাদক নিরাময় ও পূনর্বাসন কেন্দ্রের সার্বিক খোঁজ খবর নেন এবং সফলতা কামনা করেন। প্রত্যয়ের কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করে সহযোগিতার আশ্বাস দেন তিনি। এ সময় পৌর মেয়রের সাথে ছিলেন চুয়াডাঙ্গা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, আফসার উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহবুদ্দিন সেলিম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সম্পাদক জাকির হুসাইন জ্যাকি। পরে তাঁরা প্রত্যয় পরিচালক কামরুজ্জামান বিপ্লব, সোহেল সজীব, খালেদুর রহমান খান, আব্দুল আলিমসহ প্রত্যয় স্টাফদের সাথে কুশল বিনিময় শেষে গ্রুপ ফটোসেশন করেন।


কমেন্ট বক্স
notebook

পরীক্ষায় অনুপস্থিতদেরও উত্তীর্ণের অভিযোগ, সমালোচনার ঝড়