বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা পৌর এলাকার ৮নং ওয়ার্ডে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৬-০৯-২০১৭ ইং
চুয়াডাঙ্গা পৌর এলাকার ৮নং ওয়ার্ডে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার ৮নং ওয়ার্ডের বেলগাছি রেলগেট থেকে সরকারি প্রাথমিক স্কুল মোড় পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ সরকার, সহায়তাপুষ্ট তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (ইউজিআইআইপি-৩) প্রকল্পের অর্থায়নে গত রোববার বিকাল ৫টার দিকে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এ সময় উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, ২নং ওয়ার্ড কাউন্সিলর মুন্সি রোজাউল করিম খোকন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, প্রকল্পের মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার সাধন কুমার ধর, উপ-সহকারী প্রকৌশলী, আব্দুল কাদের, আল-আমিন কবির, পৌরসভার প্রধান সহকারী আশাবুল হক বিশ্বাস, মুসলিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আব্দুল ওহিদ হোসেন, রওশন আলী জোয়ার্দ্দার, মনোয়ার হোসেন জোয়ার্দ্দার, ঠিকাদারের স্থানীয় প্রতিনিধিসহ এলাকার আরও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌর মেয়র নিজ উদ্যোগে প্রকল্পের সহযোগীতায় অত্র এলাকায় ড্রেনেজ এর ব্যবস্থা করায় মেয়রের প্রতি এলাকাবাসী খুবই খুশি। উদ্বোধন শেষে মেয়র প্রকল্পের সাফল্য কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন। মোনাজাত পরিচালনা করেন বেলগাছি মাদ্রাসার ইমাম হাফেজ মো. সরোয়ার হোসেন।


কমেন্ট বক্স
notebook

ভারতে ২৪২ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত