জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদায় ৪ ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সেনেরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়। সেনেরহুদা ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খাঁন খোকন।
বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন জাহিদ, উথলী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাছিম হায়দার হিরক, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল মাহতাব মানিক ও উথলী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ।
এছাড়া উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন যুবদলের সদস্যসচিব ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আরমান আলী, উথলী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন নয়ন প্রমুখ। সভা সঞ্চালনা করেন উথলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন তুষার।