সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীর নিজুদীপা শ্মশানঘাটে কালীপূজা উপলক্ষে আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ২০-১১-২০২৪ ইং
গাংনীর নিজুদীপা শ্মশানঘাটে কালীপূজা উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কুচুইখালী জুগিন্দা গ্রাম সংলগ্ন ছেউটিয়া নদীর তীরে নিজুদীপা শ্মশানঘাটে কালীপূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। নিজুদীপা শ্মশানঘাট কমিটি এই সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের দাতা সদস্য, মেহেরপুর জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সদস্যসচিব ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার ড. অশােক চন্দ্র বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি ধীরেন হালদার, নিজুদীপা শ্মশানঘাট কমিটির সাধারণ সম্পাদক মনো হালদার। ওষুধ ব্যবসায়ী অপু চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন দুর্জয় হালদার, চিত্ত হালদার, বাসু সাহা, স্বপন হালদার, দীপক পাল, বকিস্বর সাহা, স্বপন হালদার, সুমন হালদার, সুকুমার দাস, সুভাস হালদার, বসুদেব হালদার প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

পানি খেতে গিয়ে বিদ্যুতের ফাঁদে যুবকের মৃত্যু