শনিবার, ২১ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শিক্ষক সুজন হত্যা মামলায় দুজন ২ দিনের রিমান্ডে

  • আপলোড তারিখঃ ০৭-১১-২০২৪ ইং
শিক্ষক সুজন হত্যা মামলায় দুজন ২ দিনের রিমান্ডে


জীবননগর পৌর কিন্ডার গার্টেন স্কুলের সহকারী শিক্ষক সুজন আলী হত্যা মামলার আসামি শাখারিয়া গ্রামের মৃত ওয়াদ আলীর ছেলে মজিবর রহমান (৫০) ও মৃত আমিন উদ্দিনের ছেলে মহিউদ্দিন মহিদের (৫০) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত মঙ্গলবার জীবননগর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাদের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল বুধবার দুপুরে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, মামলার আসামি আব্দুর রাজ্জাক ওরফে রিজ্জাক হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ জন্য তার রিমান্ডের আবেদন করা হয়নি। তবে মজিবর রহমান ও মহিউদ্দিন মহিদের ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বুধবার তাদের রিমান্ডে আনা হয়েছে।
মামুন হোসেন বিশ্বাস আরও বলেন, এই মামলার আসামি আব্দুর রাজ্জাক হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি হত্যার ঘটনা ও কারণ আদালতে জানিয়েছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইনে এই হত্যার ঘটনা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর জীবননগর পৌর কিন্ডার গার্টেন স্কুলের সহকারী শিক্ষক সুজন আলী নিখোঁজ হন। এ ঘটনায় ৮ অক্টোবর থানায় জিডি করা হয়। গত ২৬ অক্টোবর ঘাড়কাঠি বিলের কচুরিপানার ভেতর থেকে সুজনের লাশের কঙ্কাল উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পরপরই আব্দুর রাজ্জাক আত্মগোপনে যান। পরে তাকে যশোর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মজিবর রহমান ও মহিউদ্দিন মহিদকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনজনই কারাগারে রয়েছেন।
সূত্রে জানা গেছে, আব্দুর রাজ্জাক স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, জীবননগর পৌর কিন্ডার গার্টেন স্কুলের সহকারী শিক্ষক সুজন আলী সমকামী ছিলেন। সম্প্রতি তিনি তাদের তিনজনের সঙ্গে যৌন সম্পর্ক করতেন। আবার একজনের সঙ্গে সম্পর্কের কথা অন্যজনের সঙ্গে বলতেন। এতে তারা বিরক্ত ছিলেন। যে দিন তাকে হত্যা করা হয়, সেই দিন মজিবর রহমান ও মহিউদ্দিন মহিদের সঙ্গে যৌন সম্পর্কের পর অজ্ঞান হয়ে যান সুজন। পরে তাকে হত্যা করে লাশ গুম করা হয়।



কমেন্ট বক্স