বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কেরুজ ডিহি ও আড়িয়া খামারে সুগারক‍্যান প্লান্টার মেশিনে আখ রোপণ উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১৬-১০-২০২৪ ইং
কেরুজ ডিহি ও আড়িয়া খামারে সুগারক‍্যান প্লান্টার মেশিনে আখ রোপণ উদ্বোধন

দর্শনার কেরুজ ডিহি ও আড়িয়া কৃষি খামারে সুগারক‍্যান প্লান্টার মেশিনের মাধ্যমে আখ রোপণের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মিল গেট পশ্চিম সাব জোনের ২০ নম্বর ইউনিট ঈশ্বরচন্দ্রপুরে পরীক্ষামূলক খামারে রোপা পদ্ধতিতে বেডে আখ রোপণের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি থেকে কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান এর উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, ‘এই সুগারক‍্যান প্লান্টার মেশিন ব্যবহারে খরচ কমবে এবং শ্রমিকের খরচও বাঁচবে। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে আখের ফলন এবং চিনির উৎপাদন বাড়বে। ভবিষ্যতে আরও প্লান্টার মেশিন আনার পরিকল্পনা রয়েছে এবং পাবলিকদেরও সহযোগিতা করার দিকেও আমাদের নজর আছে।’

``

এসময় উপস্থিত ছিলেন কেরুর মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া, ডিজিএম (সম্প্রসারণ) মাহবুবুর রহমান, সাব জোন প্রধান মোজতাহিদুল ইসলাম এবং সিডিএ গাজী মিজানুর রহমান। পরে ব্যবস্থাপনা পরিচালক কেরুজ বায়োফার্টিলাইজার প্লান্ট পরিদর্শন করেন এবং আয়ের খোঁজখবর নেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের আয় বৃদ্ধির বিষয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।



কমেন্ট বক্স
notebook

ভারতে ২৪২ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত