বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য ত্রাণ কার্যক্রমের মাধ্যমে ছাত্র—জনতা গণহত্যায় জড়িতদের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। গতকাল শুক্রবার নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন। হাসনাত বলেন, যারা গণহত্যার সঙ্গে জড়িত তাদেরকে ত্রাণ কার্যক্রমের মাধ্যমে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। ফ্যাসিস্টদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট সব সময় জারি রাখতে হবে। তিনি আরও বলেন, আমাদের বন্যার দিকে ব্যস্ত রেখে ২০২৪ এর পরাজিত শক্তি যেন কিছু ঘটাতে না পারে সে বিষয়ে সতর্ক থাকুন।