ঝিনাইদহ জেলা শ্রমিক দলের সভাপতি ও হ্যান্ডলিং শ্রমিক নেতা মোহাম্মদ আবু বকর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল রোববার সকালে নিজ বাসভবনে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। সকালে শ্রমিক নেতা আবু বকরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানান জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। তারা খবর পেয়ে আবু বকরের বাড়িতে ছুটে যান এবং তার শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন।