সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা পৌরসভার রোলার উদ্বোধন করলেন মেয়র মতিয়ার

  • আপলোড তারিখঃ ১৫-০৯-২০১৭ ইং
দর্শনা পৌরসভার রোলার উদ্বোধন করলেন মেয়র মতিয়ার
আওয়াল হোসেন/ওয়াসিম রয়েল: দর্শনা পৌরসভার নতুন রোলার উদ্বোধন করলেন মেয়র মতিয়ার রহমান। গত বুধবার বেলা ১১টার দিকে পৌর ভবনে সামনে নতুন রোলারের একটি এস কুল্টোর উদ্বোধন করেন। স্থানীয় সরকার বিভাগের আওতায় বাস্তবায়নাধীন সিটি কর্পোরেশন ও পৌরসভা সমূহের অনুকুলে বরাদ্দ প্রদান করা হয়। বেলারুশ থেকে আমদানীকৃত রোলারটি গত ১৯ জুন ২০১৭ ইং তারিখে আরএমএম ইন্টিজারেটেড এগ্রো ইন্ড্রাসট্রিজ লিঃ নরসিংদী ১নং কুটির পাড়া ৩নং ওয়ার্ড পলাশ হতে সংশি¬ষ্ট পৌরসভার অনুকোলে প্রেরন করা হয়। দর্শনা পৌরসভার পক্ষ থেকে মনোনিত প্রতিনিধি রোলার চালক শ্রী জীবন কুমার দেব রোলারটি গ্রহন করেন। পরবর্তীতে যানবাহনের মাধ্যমে দর্শনা পৌরসভায় পৌছানোর পর তা উদ্বোধন করেন, দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা রুস্তম আলী, ভারপ্রাপ্ত সচিব প্রকৌশলী আব্দুস সামাদ, দর্শনা পৌর কাউন্সিল মখলেছুর রহমান মন্টু, কাঞ্চু মাতব্বার, পৌর কর নির্ধারক সরোয়ার, কর আদায়কারী, আরিফিন হোসেন, রুহুল আমিন, শফিকুল ইসলাম, গোলাম কিবরিয়া, আব্দার আলী, মহাসিন আলী প্রমুখ।


কমেন্ট বক্স