বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নিরাপত্তার চাঁদরে ঢাকা হবে জেলার ৯৭টি পূজা মন্ডপ

  • আপলোড তারিখঃ ১৫-০৯-২০১৭ ইং
নিরাপত্তার চাঁদরে ঢাকা হবে জেলার ৯৭টি পূজা মন্ডপ
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গা ও দর্শনায় প্রস্তুতিসভা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক: আগামী ২৬ শে সেপ্টেম্বর থেকে ৫ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সর্বাপেক্ষা বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্নের লক্ষে গতকাল সকাল ১১টার সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট খন্দকার ফরহাদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, ডা. মার্টিন হিরক চৌধুরী, প্যানেল মেয়র একরামুল হক মুক্তা। এ সময় আরো উপস্থিত ছিলেন ৬ বিজিবি’র জেলা কমান্ড্যান্ট আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার গোলাম নবী, জেল সুপার (জেলা কারাগার) নজরুল ইসলাম, ওয়্যার হাউস ইন্সপেক্টর (ফায়ার সার্ভিস) আব্দুস সালামসহ আরো অনেকে। এ বছর চুয়াডাঙ্গা জেলায় সর্বমোট ৯৭টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। এরমধ্যে সদর উপজেলায় ২৯টি, আলমডাঙ্গা উপজেলায় ২৭টি, দামুড়হুদা উপজেলায় ১৯টি ও জীবননগর উপজেলায় ২২টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়। এ সময় অধিকাংশ পূজা মন্ডপ কমিটির সভাপতি সম্পাদক উপস্থিত থেকে তাদের সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন। ফলে পূজা মন্ডপের নিরাপত্তা জোরদারের জন্য পুলিশ ও গ্রাম্য চৌকিদার ছাড়াও অতিরিক্ত ঝুকিপূর্ণ মন্ডপে আনসার ও ভিডিপি সদস্য নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে পূজা চলাকালীন সময়ে বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশনসহ ঝুকিপূর্ণ স্থানগুলোতে স্ব স্ব উপজেলার আইন শৃঙ্খলা বাহিনী যাতে তাদের নিয়মিত টহল অব্যাহত রাখে সেই সিদ্ধান্ত গ্রহন করা হয়। সাথে সাথে পূজা মন্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়। এদিকে, দর্শনা পৌরসভারয় গতকাল বিকাল ৫টায় শারদীয় দুর্গা পুজা উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মেয়র মতিয়ার রহমান বলেন, সনাতন ধর্মের সার্বজনিন শারদীয় দুর্গা পুজা উদযাপনে দর্শনা পৌরসভার ভিতরে ৫টি মন্দির রয়েছে। এসকল মন্দিরের নেতৃবন্দদের বলেন শান্তিপূর্ন পরিবশে আপনারা স্ব স্ব মন্দিরে ধর্ম চর্চা করবেন। যেকোন সমস্যায় দর্শনা পৌরসভা আপনাদের সাথে আছে। শৃংখলার সাথে দুর্গা বিষর্জনের দিন পৌরসভার আয়োজনে মাথাভাঙ্গা নদী সংলগ্ন দর্শনা পৌর গোহাটে মাইকের মাধ্যমে এক এক মন্দির কমিটিকে ডাকা হবে তাদের দুর্গা বিষর্যনের জন্য। এসময় উপস্থিত ছিলেন দর্শনা গন উন্নয়ন গ্রহন্থাগারের পরিচালক আবু সুফিয়ান, উপজেলা পুজা উৎযাপন কমিটির সাধারন সম্পাদক ও পুরাতন বাজার মন্দির কমিটির সভাপতি উত্তম রণ্জন দেবনাথ, সা:সম্পাদক অনন্ত শান্তারা, কেরুজ মন্দিরের সভাপতি সৌমির সরকার, সা:সম্পাদক দীপেন কুমার, আমতলা মন্দিরের সভাপতি রতন বাশফোড়, সা:সম্পাদক সুমন, দাশ পাড়া মন্দিরের সভাপতি শ্যামল দাশ, সা:সম্পাদক মধু দাশ, আদিবাসী মন্দিরের সভাপতি যাদব বিশ্বাস, সা:সম্পাদক শংকর মন্ডলসহ পৌরসভার সকল কর্মচারী ও কর্মকর্তাগন। আলোচনা শেষে মেয়র মতিয়ার সকল মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদান তুলে দেন।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ