বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মানসম্পন্ন আখ উৎপাদনে কেরু অ্যান্ড কোম্পানির খামার দিবসের অনুষ্ঠানে এমডি মোশারফ হোসেন

  • আপলোড তারিখঃ ৩০-০৬-২০২৪ ইং
মানসম্পন্ন আখ উৎপাদনে কেরু অ্যান্ড কোম্পানির খামার দিবসের অনুষ্ঠানে এমডি মোশারফ হোসেন

দর্শনায় একর প্রতি আখের ফলন বৃদ্ধি ও গুণগত মানসম্পন্ন আখ উৎপাদনের লক্ষে আধুনিক কলাকৌশল প্রয়োগ শীর্ষক কর্মশালা ও কেরুর খামার দিবস পালিত হয়েছে।

গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় কেরু অ্যান্ড কোম্পানির কৃষি বিভাগের আয়োজনে আকন্দবাড়িয়া পরীক্ষামূলক খামারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘সেচ সার যত্ন, তিনে মিলে রত্ন ও পোকা দমন হাতে-নাতে কম খরচে সুফল তাতে’ স্লোগানে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (জিএম) কৃষি আশরাফুল আলম ভূঁইয়া।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আপনারা বেশি বেশি আখ লাগান, আপনাদের আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে। আগামীতে আখের মূল্য আরও বৃদ্ধি করা হবে। এ বৃহত্তর প্রতিষ্ঠান ঠিকিয়ে রাখতে হলে আখ চাষের কোনো বিকল্প নেই। ভালো জাতের বীজ রোপণে আপনারা লাভবান হচ্ছেন। আখ চাষিদের কথা চিন্তা করে প্রতি টন আখের মূল্য ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। চাষিদের সুবিধার্তে আখ চাষে আধুনিকতা আনা হচ্ছে। এভাবে আখ চাষ করা হলে আপনারা বেশি লাভবান হবেন।’

``

কর্মশালায় উপস্থিত ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার শাহা, মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুস সাত্তার, মহাব্যবস্থাপক এডিএম ইউসুফ আলী, আকন্দবাড়িয়া পরীক্ষামূলক খামারের ইনচার্জ দেলোয়ার হোসেন, কেরু অ্যান্ড কোম্পানির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, আখচাষি কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক আ. বারী।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজিএম মাহবুবুর রহমান কর্মশালায় উপস্থিত আখচাষিদের মধ্যে বক্তব্য দেন কেরুর শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি হাফিজুর রাহমান হাফিজ, আফজালুল হক ধীরু, আব্দুল আওয়াল, শামীম হোসেন প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ