দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজার থেকে চুয়াডাঙ্গা জেলা ট্রাফিক পুলিশ লাইসেন্স ও ফিটনেসবিহীন ২৯টি মোটরসাইকেল আটক করেছে। গতকাল রোববার জেলা ট্রাফিক পুলিশের টিআই আ. মোমিন, টিআই আমিরুল ইসলাম ও হাসানের নেতৃত্বে একদল ট্রাফিক পুলিশ এই অভিযান পরিচালনা করে।
টিআই আ. মোমিন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাজার থেকে কাগজপত্রবিহীন ২৯টি মোটরসাইকেল আটক করে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের এসআই হারুনার রশীদ জানান, গতকাল দুপুরে জেলা ট্রাফিক পুলিশ কার্পাসডাঙ্গা বাজারের বিভিন্ন মোড়ে অভিযান চালিয়ে ২৯টি মোটরসাইকেল আটক করে। সেই মোটরসাইকেলগুলো পুলিশ ক্যাম্পে রাখা আছে। যারা মোটরসাইকেলের সঠিক কাগজপত্র দেখাতে পারবে তাদের মোটরসাইকেল ছেড়ে দেওয়া হবে।