উৎপাদনশীলতায় রাষ্ট্রায়ত্ত শিল্প ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন দর্শনা কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোশাররফ হোসেন। গত শনিবার দুপুরে ঢাকা ফরেন সার্ভিস অ্যাকাডেমি হলরুমে তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। কেরু চিনিকলকে আধুনিককরণ ও কেরু অ্যান্ড কোম্পানির রূপকার প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে উন্নীত করার প্রধান সমন্বয়ক হিসেবে তার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাঁর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মোহাম্মদ হুমায়ুন। এসময় বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানাসহ শিল্প মন্ত্রণালয় ও চিনি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।