চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকায় পৃথক অভিযান চালিয়ে গাজা ও মদসহ দুজনকে আটক করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদ্যসরা। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দর্শনা পৌর এলাকায় বিভিন্ন স্থানে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। আটক দুজন হলেন- দর্শনা পৌর এলাকার পাঠানপাড়ার মৃত কুদ্দুস শিকদারের ছেলে মুন্না (২৭) ও শান্তিপাড়ার মৃত টুকু মিয়া ছেলে জসিম (৪২)।
জানা গেছে, অভিযানে পৌর এলাকার পাঠানপাড়া থেকে মুন্নাকে আটক করা হলে তার নিকট থেকে ১ শ গ্রাম গাঁজা জব্দ করা হয়। একই এলাকার শান্তিপাড়া থেকে দেশি মদসহ আটক হন জসিম। পরে দামুড়হুদা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করে। গতকালই তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।