চুয়াডাঙ্গার দামুড়হুদায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃস্পতিবার সকাল সাড়ে ১০টা ও বেলা ১১টায় দামুড়হুদা উপজেলার দর্শনা ও একই উপজেলার বিষ্ণুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন- দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে ও মজারপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র ইব্রাহিম (১০) এবং ইমরান হোসেন (৩০) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার শ্রীবাড়ি হাড়িভাঙ্গা গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে শিশু ইব্রাহিম পটকাবাজি কেনার জন্য বিষ্ণুপুর বাজারে যায়। বাজার থেকে ফেরার পথে বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয় পার হয়ে একটি পাওয়ার ট্রিলারের পেছনে উঠে পড়ে। একপর্যায়ে ঝুলন্ত অবস্থায় সে রাস্তার ওপর পড়ে গেলে পেছন থেকে আসা একটি দ্রুতগতির ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এসময় ইজিবাইকটি ইব্রাহিমের শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে শিশুটি গুরুতর জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। তবে হাসপাতালে পৌঁছানোর পূর্বেই ইব্রাহিমের মৃত্যু হয়।
এদিকে, ঘটনার পর স্থানীয় লোকজন ইজিবাইকটিকে আটক করে। ইজিবাইক চালক একই উপজেলার দক্ষিণপাড়ার ছানোয়ার হোসেন কালুর ছেলে আসিব (১৭)। ঘটনার পরই আসিব সেখান থেকে পালিয়ে যায়। বিষ্ণুপুর পুলিশ ফাঁড়ির সেকেন্ড ইনচার্জ এএসআই রাশেদ জানান, ঘটনাস্থল থেকে কৌশলে ইজিবাইকটি সরিয়ে নেয়া হয়েছিল। খোঁজাখুঁজির পর ইজিবাইকটি উদ্ধার করে ক্যাম্পে আটক রাখা হয়েছে। চালক পলাতক রয়েছে। এদিকে, নিহত শিশু ইব্রাহিমের পিতা বারেক বলেন, ‘আমার ছেলে মারা গেছে, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছে। এতে আমার কারো ওপর কোনো অভিযোগ নেই।’
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশু ইব্রাহীমের মরদেহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।
অপর দিকে, বেলা ১১টার দিকে দর্শনা পুরাতন বাজার পূজামণ্ডপের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর জখম হন ইমরান হোসেন (৩০) ও মদনা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আব্দুল কাদের রাজা। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইমরান হোসেনকে মৃত ঘোষণা করেন। এছাড়া এ দুর্ঘটনায় আহত আব্দুল কাদের রাজাকে পরিবারের সদস্যরা যশোর সেনানিবাস হাসপাতালে ভর্তি করে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার শ্রীবাড়ি গ্রামের ইমরান খান ও তার সহকর্মী মোটরসাইকেলযোগে দর্শনা পুরাতন বাজার পূজামণ্ডপের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেল আরহী সড়কে ছিটকে পড়ে। এসময় দ্রুতগামী একটি ট্রাক্টরের নীচে পড়ে ইমরান খান (৩০) ও আব্দুল কাদের রাজা মারাত্মক জখম হয়। আহত দুইজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইমরান খানকে মৃত ঘোষণা করেন।