শুক্রবার, ১৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা ও জীবননগরে ৭ মার্চ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

  • আপলোড তারিখঃ ০৪-০৩-২০২৪ ইং
আলমডাঙ্গা ও জীবননগরে ৭ মার্চ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সমীকরণ প্রতিবেদক:
আলমডাঙ্গায় ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এর আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন, মেডিকেল অফিসার নাজনীন সুলতানা কনা, পৌর সভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল হক।
শামিম রেজার উপস্থাপনায় প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন পারভেজ, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল কুদ্দুস, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, বিআরডিবি কর্মকর্তা শায়লা সারমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, আনছার ভিডিবি কর্মকর্তা আজিজুল হক, ইনস্ট্রাক্টর জামাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মঞ্জুরুল ইসলাম বেলু, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, আলমডাঙ্গা আলিম মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সরকারি কলেজের প্রভাষক ড. মাহবুব আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার ইমরুল হক, মহিলা কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন প্রমুখ। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে যথাযোগ্য মর্যাদায় ৭মার্চ পালনের লক্ষে বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয় এবং উপ-কমিটি গঠন করা হয়।

এদিকে, জীবননগরে ঐতিহাসিক ৭ মার্চ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় ঐতিহাসিক ৭ মার্চ যথাযথ মর্যাদায় উদ্যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

``

সভায় ৭ মার্চ সকাল ৯টায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা, সকাল ১০টায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক ছাড়া ও কবি নির্মলেন্দু গুণের স্বাধীনতা শব্দটি কি করে আমাদের হলো কবিতার আবৃত্তি প্রতিযোগিতা, বেলা ১১টায় চিত্রাঙ্কন, সাড়ে ১১টায় সংগীত ও নৃত্য প্রতিযোগিতা আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সুবিধাজনক সময় বঙ্গবন্ধুর ভাষণ, বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি, নাটিকা, চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনীর সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল সাড়ে ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বেলা ১১টায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ। উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জিএ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, সিনিয়র সাংবাদিক সালাউদ্দিন কাজল প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

বিচারপতির বাসভবন, সুপ্রিমকোর্ট এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা