শুক্রবার, ১৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ওরস শেষে দেশে ফিরলো মেদিনীপুরের বিশেষ ট্রেনটি

  • আপলোড তারিখঃ ২০-০২-২০২৪ ইং
ওরস শেষে দেশে ফিরলো মেদিনীপুরের বিশেষ ট্রেনটি

ওয়াসিম রয়েল:
ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জোড়া মসজিদে ১১৮তম পবিত্র ওরস শরিফে যোগদান শেষে স্পেশাল ট্রেনটি সুষ্ঠুভাবে দেশে ফিরেছে। গতকাল মঙ্গলবার বেলা ১টা ২৫ মিনিটে ট্রেনটি দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশনে পৌঁছায়। ইমিগ্রেশনের কার্যক্রম শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ট্রেনটি আঞ্জুমান-ই-কাদেরীয়া রাজবাড়ীর উদ্দেশ্যে দর্শনা থেকে রওনা হয়। ২ হাজার ২৫১ জন যাত্রী নিয়ে স্পেশাল ট্রেনটি ভারতে প্রেবেশ করলেও ফিরেছে পাঁচজন অতিরিক্ত যাত্রী নিয়ে। এরআগে গত বৃহস্পতিবার সকাল ১০টায় এই বিশেষ ট্রেনটি দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে ভারতের মেদিনীপুরের উদ্দেশ্যে বিশেষ ট্রেনটি রওনা হয়।
জানা গেছে, বাংলাদেশ থেকে মুসলমানদের এই ওরশে পৌঁছে দিতে ১৯৫৩ সাল থেকে এই বিশেষ ট্রেন পরিষেবা চালু করা হয়। করোনার কারণে ২০২১ এবং ২০২২ সালে এই বিশেষ ট্রেন মেদিনীপুরে আসতে পারেনি। সেক্ষেত্রে গত দুবছর এই উৎসবের বহর অনেকটাই ছোট হয়ে গিয়েছিল। তবে এবছর আবারও স্বরূপে ফিরেছে এই বিশেষ ট্রেন। গত শুক্রবার ২৪ কামরার এই বিশেষ ট্রেন দেখার জন্য উৎসাহ ছিল ভারতবাসীদের মধ্যেও। এদিন মেদিনীপুরের মাটি ছুঁতেই ভারতীয় রেলওয়ে ও আয়োজকদের ধন্যবাদ জানান বাংলাদেশের ভক্তরা।
উল্লেখ্য, ‘মওলা পাক’ কাদেরিয়া তরিকার বড় পীর সাহেব গওসুল আজম হজরত সৈয়দ শাহ আব্দুল কাদের জিলানির ২৩তম বংশধর ৪ ফাল্গুন প্রয়াত হন। ওই দিনটিতে দেশ-বিদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ ওরশ উৎসবে তাদের স্মরণ করেন। এই তরিকার সাজ্জাদানশীন মওলা পাকের স্থলাভিষিক্ত হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলি আল কাদেরি আল বাগদাদী পাকের পরিচালনায় ও তত্ত্বাবধানে এবারের ওরশ উৎসব উদযাপন করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

বিচারপতির বাসভবন, সুপ্রিমকোর্ট এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা