বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে পোষা সাপের কামড়ে যুবকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৫-০২-২০২৪ ইং
ঝিনাইদহে পোষা সাপের কামড়ে যুবকের মৃত্যু

প্রতিবেদক, ঝিনাইদহ:

ঝিনাইদহে বিষধর সাপ নিয়ে খেলতে গিয়ে অকালে প্রাণ হারিয়েছেন তুফান (৩০) নামের এক যুবক। গত শনিবার মধ্যরাতে ঝিনাইদহ সদর উপজেলার কোলা গ্রামে এ ঘটনা ঘটে। তুফান হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের আলফাজ মন্ডলের ছেলে।

তার বড় ভাই আফাঙ্গীর হোসেন জানান, তুফান মাঝে মধ্যে বাড়িতে পালিত বিষধর সাপ নিয়ে খেলতো। শনিবার রাত ৮টার দিকে সাপ নিয়ে খেলতে গেলে তাকে কামড় দেয়। সাপের কামড়ের বিষয়টি তুফান গোপন রেখে নিজে নিজে ঝাড়ফুঁক করেন। রাত যত গভীর হয়, ততই তার অবস্থার অবনতি ঘটে। আফাঙ্গীর হোসেন আরও বলেন, এ অবস্থায় তুফানকে আরেক সাপুড়িয়ার কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে ঝাড়ফুঁক চলে গভীর রাত পর্যন্ত। একপর্যায়ে দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হলে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসক জানান, অনেক আগেই তার মৃত্যু হয়েছে।

হলিধানী ইউনিয়ন পরিষদের কোলা ওয়ার্ডের সদস্য মো. আব্দুর রশিদ বলেন, তুফান বাড়িতে সাপ নিয়ে খেলা করতো। আর এই সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে।



কমেন্ট বক্স
notebook

ভারতে ২৪২ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত