ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা আলমডাঙ্গা উপজেলা শাখার পক্ষ থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটায় এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকার কল্যাণ সংস্থার আলমডাঙ্গা উপজেলা শাখার উপদেষ্টা মণ্ডলীর সদস্য অমল কুমার বিশ্বাস, সভাপতি আল আমিন হোসেন, নির্বাহী সভাপতি সাঈদ হিরণ, সিনিয়র সহসভাপতি ইউনুস আলী মন্ডল, সহসভাপতি মানোয়ার হোসেন, সেলিম রেজা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোনাহার, কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার ব্যুরো প্রধান রহমান মুকুল, দৈনিক ইত্তেফাক পত্রিকার আলমডাঙ্গা উপজেলা প্রতিনিধি ফিরোজ ইফতেখার, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিবেদক নাহিদ হাসান, সাধারণ সম্পাদক এন এইচ শাওন, সহসাধারণ সম্পাদক রাশেদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক এম সন্জু আহমেদ, নারী ও শিশুবিষয়ক সম্পাদক সুরভী শরিফা, উপ-ক্রীড়া সম্পাদক জাহিদুল ইসলাম, সিয়াম প্রমুখ।
মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার আলমডাঙ্গা শাখার সভাপতি আলামিন হোসেন বলেন, ‘শীত নিবারণের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আল মদিনা গ্রোসারির স্বত্ত্বাধিকারে প্রবাসী রুহুল কুদ্দুসের সহযোগিতায় কম্বল বিতরণ করা হচ্ছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার।’ এছাড়া রাতে আলমডাঙ্গা শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।