সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় গলায় ফাঁস দিয়ে অন্তঃসত্ত্বার নারীর আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ০৫-১২-২০২৩ ইং
দামুড়হুদায় গলায় ফাঁস দিয়ে অন্তঃসত্ত্বার নারীর আত্মহত্যা

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় গলায় ফাঁস দিয়ে তানিয়া তানজিন (১৮) নামের এক অন্তঃস্বত্ত্বা নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে নিজ পিতার বাড়িতে আড়ার সঙ্গে গলায় ওঁড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত তানজিন জয়রামপুর কুটিরপাড়ার ওয়াসিম আলীর মেয়ে ও দর্শনার শ্রীকোল বোয়ালিয়া গ্রামের ইকবাল হাসানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, অন্তঃস্বত্ত্বা হওয়ায় তানিয়া কিছুদিন পূর্বে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসে। তিনি ৮ মাসের অন্তঃস্বত্ত্বা ছিলেন। এরই মধ্যে গত রোববার রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

পরিবারের সদস্যদের দাবি, তানিয়া কিডনিজনিত রোগে আক্রান্ত ছিল। অন্তঃস্বত্ত্বা হওয়ায় বাঁচ্চা তার ওপরে অতিরিক্ত যন্ত্রণা হয়। যন্ত্রণা সহ্য করতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এদিকে, গতকাল সোমবার বেলা ৩টার দিকে ময়নাতদন্ত শেষে মৃতদেহ জয়রামপুর চৌধুরীপাড়া কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর হরা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলাও রুজু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

পানি খেতে গিয়ে বিদ্যুতের ফাঁদে যুবকের মৃত্যু