শুক্রবার, ১৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রি, জামাই-শ্বশুরকে জরিমানা

  • আপলোড তারিখঃ ০৫-১২-২০২৩ ইং
গাংনীতে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রি, জামাই-শ্বশুরকে জরিমানা

প্রতিবেদক, গাংনী:
মেহেরপুরের গাংনীতে রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে শ্বশুর ও জামাইকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার গাংনীর গাড়াবাড়ীয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা। দণ্ডপ্রাপ্তরা হলেন- গাড়াবাড়ীয়া গ্রামের বাসিন্দা আবুল হাশেম ও তার জামাই গোলাম মোস্তফা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আবুল হাশেমের পোষা একটি গরু সম্প্রতি এনথ্র্যাক্স রোগে আক্রান্ত হয়ে পড়ে। গতকাল জামাই গোলাম মোস্তফাকে সঙ্গে নিয়ে আবুল হাসেম গরুটি জবাই করে স্থানীয় বাজারে মাংস বিক্রি শুরু করে। স্থানীয়দের অভিযোগ পেয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা সেখানে উপস্থিত হন। পরে ঘটনার সত্যতা পেয়ে রোগাক্রান্ত গরুর মাংশ বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় জামাই এবং শ্বশুরকে এক হাজার টাকা করে জরিমানা করেন। একইসঙ্গে জব্দকৃত গরুর মাংস মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।



কমেন্ট বক্স
notebook

বিচারপতির বাসভবন, সুপ্রিমকোর্ট এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা