বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর হাসাদাহে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

  • আপলোড তারিখঃ ০৫-১২-২০২৩ ইং
জীবননগর হাসাদাহে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

সমীকরণ প্রতিবেদন:
জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় নানা অনিয়মের অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহমেদ।

অভিযান সূত্রে জানা যায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে সোমবার দুপুরে জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে মেসার্স বাবু এন্টারপ্রাইজের মালিক মেহেদী হাসানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ও ৪৫ ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিন হাসাদাহ বাজারের মেসার্স রহিমা মেডিকেল হলে অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ও ৫১ ধারায় প্রতিষ্ঠানটির মালিক আবু জাফরকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মো. সজল আহমেদ জানান, ভবিষ্যতে এ ধরণের কাজ না করার জন্য তাদেরকে সতর্ক করা হয়েছে। চলমান এ অভিযান অব্যহত থাকবে।



কমেন্ট বক্স