দামুড়হুদায় চার কেজি গাঁজাসহ যুবক আটক
- আপলোড তারিখঃ ০৯-০৬-২০২৩ ইং
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে ৪ কেজি গাঁজাসহ মো. মতিয়ার রহমান (২৬) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প)। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার গুলশানপাড়া থেকে তাকে আটক করা হয়। মতিয়ার রহমান কুড়ুলগাছী গ্রামের মো. শরিফ উদ্দিনের ছেলে। গতকাল গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৬।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ঝিনাইদহ র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য বেচা-কেনার জন্য দামুড়হুদার গুলশানপাড়ায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে মতিয়ার রহমানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪ কেজি গাঁজা। পরে গাঁজাসহ মতিয়ার রহমানকে দামুড়হুদা থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
কমেন্ট বক্স