বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় অপহৃত রাসেল উদ্ধার, পিবিআইয়ের সংবাদ সম্মেলন আজ

  • আপলোড তারিখঃ ০৪-০৪-২০২৩ ইং
চুয়াডাঙ্গায় অপহৃত রাসেল উদ্ধার, পিবিআইয়ের সংবাদ সম্মেলন আজ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার সুমিরদিয়ায় অপহৃত রাসেল হোসেনকে উদ্ধার করেছে ঝিনাইদহ পিবিআই। গতকাল মঙ্গলবার তাকে সাতক্ষীরা থেকে উদ্ধার করা হয়। আজ বুধবার দুপুর ১২টায় ঝিনাইদহ পিবিআই অফিসে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবে বলে জানিছে পিবিআই। পরিবার ও পিবিআই সূত্রে জানা যায়, রাসেল গত সোমবার দিবাগত রাতে তার বাড়িতে ফোন করে জানায়, সে ভারতে ছিল। বর্তমানে সাতক্ষীরায় আছে। পরিবারের লোকজন বিষয়টি পিবিআইকে জানালে পিবিআই ঝিনাইদহ রাসেলকে সাতক্ষীরা থেকে উদ্ধার করে। রাসেলের দাদা ইনজামুল আহমেদ মাদার বলেন, ‘রাসেল গত সোমবার রাতে তার মায়ের নম্বরে কল দিয়েছিল। সে জানায় সে ভারতে ছিল। ভারতে ৫ মাস জেলে থাকার পর তাকে দেশে পাঠিয়ে দিয়েছে। সে অসুস্থ। বিষয়টি পিবিআইকে জানালে পরে ঝিনাইদহ থেকে পিবিআইসহ আমরা সাতক্ষীরায় গিয়ে রাসেলকে খুঁজে পাই। পিবিআই আদালতের মাধ্যমে আগামীকাল (বুধবার) রাসেলকে ফেরত দেবে।’ মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই ঝিনাইদহ-এর এসআই মিকাঈল বলেন, ‘আমরা ভিকটিমকে উদ্ধার করেছি। এ বিষয়ে আজ সোমবার দুপুর ১২টায় ঝিনাইদহ পিবিআই অফিসে প্রেস ব্রিফিং করা হবে।’ উল্লেখ্য, চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া কলোনীপাড়ার নাজমুলের ছেলে রাসেল (১৭) গত বছরের ২৯ অক্টোবর রাতে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ২ নভেম্বর চুয়াডাঙ্গা সদর থানায় অপহরণের মামলা দায়ের করে। ৯ নভেম্বর পুলিশ চুয়াডাঙ্গা রেলস্টেশনের সিসি ক্যামেরার ফুটেজে দেখে সন্দেহভাজন চুয়াডাঙ্গা পুরাতন ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকার দিপনের ছেলে অনিক (২২) ও রিপনের ছেলে কালামকে (২৪) আটক করে। আদালত দুজনকেই কারাগারে প্রেরণ করে। তারা বর্তমানে কারাগারে আছে।


কমেন্ট বক্স
notebook

বিপজ্জনক আগামী ২৪ ঘণ্টা