বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সেলাই মেশিন ও টেউটিন বিতরণ

  • আপলোড তারিখঃ ২৪-০৩-২০২৩ ইং
চুয়াডাঙ্গায় জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সেলাই মেশিন ও টেউটিন বিতরণ
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সেলাই মেশিন ও টেউটিন বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর ডাকবাংলো প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম করা হয়। এসময় জেলা পরিষদের চেয়াম্যান মাহফুজুর রহমান মন্জু, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী অফিসার মিজানুর রহমান, জেলা পরিষদ সদস্য বিথী খাতুন, কহিনুর বেগম, জহুরুল ইসলাম, মজনু রহমান, অ্যাড. সিরাজুল ইসলাম, মোসাবুল ইসলাম লিটন এবং জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। জেলা পরিষদ কর্তৃক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ৯০টি সেলাই মেশিন ও ৭৮৪টি টেউটিন বিতরণ করা হয়। বিতরণকালে জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ জনগণের জন্য কাজ করে যাচ্ছেন।  যেসব সেলাই মেশিন আপনারা পেলেন, সেগুলো কাজে লাগিয়ে নিজেকে এবং পরিবারকে এগিয়ে নিয়ে যেতে হবে। যাদের ঘরবাড়ি তৈরিতে ঢেউটিনের প্রয়োজন ছিল, আশা করি এবার তাদের সেই সমস্যা দূর হবে।’


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ