দর্শনার ছয়ঘরিয়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ ২৪-০৩-২০২৩ ইং
দর্শনা অফিস:
দর্শনার ছয়ঘরিয়া গ্রামে নতুন হাইব্রিড জাত স্মার্ট-৫৫ ভুট্টার কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে ছয়ঘরিয়া গ্রামের ডবগাপাড়া মাঠে তরফদার এগ্রো কোম্পানি এ মাঠ দিবস অনুষ্ঠানের আয়োজন করে। তরফদার এগ্রো কোম্পানির চেয়ারম্যান সাইফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার বিশ্বাস।
প্রথান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বীজ ভালো লাগালে ফলন বেশি হবে। সেই সাথে চাষীদের সঠিক সময়ে সার, সেচ ও কীটনাশকের ব্যবহার করতে হবে। তবে চাষীরা এখন অনেক ভালো বোঝেন।’ তিনি আরও বলেন, এই স্মার্ট ৫৫ জাতের ভুট্টা বীজের ফলন অন্য বীজের কুলনায় ভালো। যা আমরা মাঠে এসে দেখেছি।’
সভায় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বালাইনাশক সংগঠনের সভাপতি আ. রাজ্জাক, ফরিদ ও সাবেক মেম্বার জব্বার। এসময় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন বীজ কোম্পানির সেল্স অফিসারগণ ও গ্রামের চাষীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাবিব।
কমেন্ট বক্স