বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আড়াই কোটি টাকার ১০টি সোনার বার উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৪-০৩-২০২৩ ইং
আড়াই কোটি টাকার ১০টি সোনার বার উদ্ধার
সমীকরণ প্রতিবেদন: ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গার দর্শনার সুলতানপুর সীমান্ত এলাকা থেকে তিন কেজি ১৬৩ গ্রাম ওজনের ১০টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার বিকেলে সোনার বারগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান। বিজিবি জানায়, গোপন সংবাদ ছিল সোনার বড় একটি চালান ভারতে পাচার হবে। এ তথ্যের ভিত্তিতে সুলতানপুর বিওপির নায়েক দিদার বাদশাসহ বিজিবির একটি বিশেষ টহল দল সুলতানপুর সীমান্তের ৭৮/৬ নম্বর মেইন পিলার থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের চার রাস্তার মোড়ে অবস্থান নেয়। বেলা তিনটার দিকে ওই এলাকা দিয়ে একটি ব্যাটারিচালিত পাখিভ্যান নাস্তিপুর সীমান্ত এলাকার দিকে যেতে দেখলে টহল দল ভ্যানটির গতিরোধ করে। এসময় ভ্যানের এক আরোহী টহল দলকে দেখতে পেয়ে দৌঁড়ে পালিয়ে যান। পরে ভ্যানে থাকা একটি গমের ভুসির বস্তা জব্দ করে বিজিবি। এসময় বস্তা তল্লাশি করে তিন কেজি ১৬৩ গ্রাম ওজনের ছোট-বড় ১০টি সোনার বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক আড়াই কোটি টাকা। বিজিবি কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, এ ঘটনায় দর্শনা থানায় একটি মামলা করা হয়েছে। উদ্ধার সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ